ন্যাশনাল স্কুল অব ড্রামায় ২৬ কারিগরি-অকারিগরি পদে

3447
0

ন্যাশনাল স্কুল অব ড্রামায় ২৬ জন মাল্টি টাস্কিং স্টাফ, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, পিএস টু ডিরেক্টর, সাউন্ড টেকনিশিয়ান, আপার ডিভিশন ক্লার্ক, রিসেপশন ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ফোটোগ্রাফার, পার্কাশনিস্ট গ্রেড থ্রি, কার্পেন্টার গ্রেড টু, ইলেক্ট্রিশিয়ান গ্রেড ওয়ান, মাস্টার টেইলর ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে।

শূন্যপদ, যোগ্যতা, বয়স ও বেতন: মাল্টি টাস্কিং স্টাফ: ১৩ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)। দশম শ্রেণি বা সমতুল পাশ। বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে এবং বেতন লেভেল ওয়ান অনুযায়ী ১৮০০০-৫৬৯০০ টাকা।

লাইব্রেরিয়ান: ১ (অসংরক্ষিত)। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি, অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, বেতন লেভেল ১০ অনুযায়ী ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ): ১ (অসংরক্ষিত), হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্তানক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে বা ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক স্তরে হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, বেতন লেভেল ১০ অনুযায়ী ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

পিএস টু ডিরেক্টর: ১ (অসংরক্ষিত), যে-কোনো শাখায় ডিগ্রি, প্রতি মিনিটে ইংরেজিতে ১২০ শব্দের গতিতে শর্টহ্যান্ড যা প্রতি মিনিটে ৫০ শব্দের গতিতে ইংরেজিতে টাইপ করতে হবে এবং কম্পিউটার অপারেশনের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, বেতন লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা।

সাউন্ড টেকনিশিয়ান: ১ (অসংরক্ষিত), সাউন্ড টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা বা সমতুল। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, বেতন লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা।

আপার ডিভিশন ক্লার্ক: ২ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), গ্র্যাজুয়েট সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, বেতন লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ফোটোগ্রাফার: ১ (অসংরক্ষিত), সিনিয়র সেকেন্ডারি বা সমতুল সঙ্গে ফোটোগ্রাফিতে ডিপ্লোমা এবং ডিজিটাল ফোটোগ্রাফি বা ডিজিটাল ফোটো এডিটিংয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, বেতন লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

পার্কাশনিস্ট গ্রেড থ্রি: ১ (অসংরক্ষিত), ইনস্ট্রুমেন্ট বাজানোর দক্ষতা। অপেরা, ডান্স, ড্রামা ইত্যাদিতে তিন বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, বেতন লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

কার্পেন্টার গ্রেড টু: ১ (অসংরক্ষিত), আইটিআই থেকে কার্পেন্ট্রি/ উডক্র্যাফ্টে ডিপ্লোমা সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

ইলেক্ট্রিশিয়ান গ্রেড ওয়ান: ১ (অসংরক্ষিত), দশম শ্রেণি পাশ সহ ওয়্যারম্যান লাইসেন্স থাকতে হবে বা ইলেক্ট্রিক্যাল ট্রেডে আইটিআই। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, বেতন লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

মাস্টার টেইলর: ১ (অসংরক্ষিত), টেইলরিং ডিপ্লোমা, পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে, বেতন লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক: ১ (অসংরক্ষিত), সিনিয়র সেকেন্ডারি বা সমতুল সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপিং বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং। বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে, বেতন লেভেল ২ অনুযায়ী ১৯৯০০-৬৩২০০ টাকা।

আবেদনের ফি: ২০০ টাকা, ওবিসি প্রার্থীদের ১০০ টাকা। নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। মহিলা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://recruitment.nsd.gov.in অথবা http://nsd.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

http://recruitment.nsd.gov.in/2020/ লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

 

 

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল