জাতীয় ভোটদাতা দিবস

schedule
2021-01-25 | 12:54h
update
2021-01-27 | 06:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

‘Making our Voters Empowered, Vigilant, Safe and Informed’- থিম নিয়ে পালন করা হল জাতীয় ভোটদাতা দিবস (National Voters Day)। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ওয়েব রেডিওর উদ্বোধন করেন এবং ২০২০-২১ সালের জাতীয় পুরস্কার প্রদান করেন।

এছাড়াও আনুষ্ঠানিকভাবে ই-এপিক প্রোগ্রাম শুরু করা হয়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন ভোটাররা ই-এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ওয়েব রেডিও `হ্যালো ভোটার’-এর সূচনা হয়, নির্বাচন সংক্রান্ত নানান সচেতনতা মূলক অনুষ্ঠান চলবে এই অনলাইন ডিজিটাল রেডিও চ্যানেলটিতে।

১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেশব্যাপী প্রতি বছর ২৫ জানুয়ারি দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ২০১১ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল নতুন ভোটারদের উত্​সাহ দেওয়া ও বেশি সংখ্যক ভোটারদের নাম তালিকাভুক্ত করা।

Advertisement

গণতন্ত্রে ভোদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো থেকে শুরু করে ভোটাধিকার সম্পর্কে জনগণকে শিক্ষিত করার লক্ষ্যে এই দিনটি পালিত হয়ে থাকে প্রতিবছর।

ভারতের নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা যা জাতীয় ও রাজ্য স্তরের সমস্ত নির্বাচন পরিচালনা করে।

 

ভারতের মুখ্য নির্বাচন কমিশনারদের নামের তালিকা ও কাজের সময়সীমা:

সুকুমার সেন (২১ মার্চ ১৯৫০-১৯ ডিসেম্বর ১৯৫৮)

কল্যাণ সুন্দরম (২০ ডিসেম্বর ১৯৫৮-৩০ সেপ্টেম্বর ১৯৬৭)

এস পি সেন ভর্মা (১ অক্টোবর ১৯৬৭-৩০ সেপ্টেম্বর ১৯৭২)

নগেন্দ্র সিং (১ অক্টোবর ১৯৭২-৬ ফেব্রুয়ারি ১৯৭৩)

টি স্বমিনাথন (৭ ফেব্রুয়ারি ১৯৭৩-১৭ জুন ১৯৭৭)

এস এল শাকধের (১৮ জুন ১৯৭৭-১৭ জুন ১৯৮২)

আর কে ত্রিবেদী (১৮ জুন ১৯৮২-৩১ ডিসেম্বর ১৯৮৫)

আরভিএস পেরিশাস্ত্রী (১ জানুয়ারি ১৯৮৬-২৫ নভেম্বর ১৯৯০)

ভি এস রামাদেবী (২৬ নভেম্বর ১৯৯০-১১ ডিসেম্বর ১৯৯০)

টিএন সেশন (১২ ডিসেম্বর ১৯৯০-১১ ডিসেম্বর ১৯৯৬)

এম এস গিল (১২ ডিসেম্বর ১৯৯৬-১৩ জুন ২০০১)

জেমস মাইকেল লিনডো (১৪ জুন ২০০১- ৭ ফেব্রুয়ারি ২০০৪)

টি এস কৃষ্ণামূর্তি (৮ ফেব্রুয়ারি ২০০৪-১৫ মে ২০০৫)

বি বি টন্ডন (১৬ মে ২০০৫-২৯ জুন ২০০৬)

এন গোপালাস্বামী (৩০ জুন ২০০৬-২০ এপ্রিল ২০০৯)

নবিন চাওলা (২১ এপ্রিল ২০০৯-২৯ জুলাই ২০১০)

এস ওয়াই কুরেশি (৩০ জুলাই ২০১০-১০ জুন ২০১২)

বি এস সম্পৎ (১১ জুন ২০১২-১৫ জানুয়ারি ২০১৫)

হরিশঙ্কর ব্রাহ্ম (১৬ জানুয়ারি ২০১৫-১৮ এপ্রিল ২০১৫)

নাসিম জাইদি (১৯ এপ্রিল ২০১৫-৫ জুলাই ২০১৭)

আচল কুমার জ্যোতি (৬ জুলাই ২০১৭-২২ জানুয়ারি ২০১৮)

ওম প্রকাশ রাওয়াত (২৩ জানুয়ারি ২০১৮-১ ডিসেম্বর ২০১৮)

সুনীল অরোরা (২ ডিসেম্বর ২০১৮ থেকে এখনও বর্তমান)

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 07:12:04
Privacy-Data & cookie usage: