ন্যাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস

1295
0
Naval Dockyard Apprentice Recruitment

ন্যাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল, বিশাখাপত্তনমে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২৭৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ট্রেনিং শুরু হবে ১ এপ্রিল ২০২২ থেকে (Naval Dockyard apprentice)।

যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল- ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল),

রেফ্রিজেরেটর অ্যান্ড এসি মেকানিক, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), কার্পেন্টার, ফাউন্ড্রিম্যান, মেকানিক (ডিজেল), শিট মেটাল ওয়ার্কার, পাইপ ফিটার।

যোগ্যতা: অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ এবং অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ২০০১ থেকে ১ এপ্রিল ২০০৮ সালের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে। পোর্টালে যাবতীয় প্রমাণপত্র সাবমিট করার পর ইউজার আইডি পাবেন।

ভাইজাগ স্টিলে অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

তারপর ওই ওয়েবসাইটে গিয়ে পুনরায় লগইন করে প্রোফাইল ডাউনলোড করে প্রিন্টআউট ডাকযোগে পাঠাতে হবে The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base SO, PO, Visakhapatnam-530014, Andhra Pradesh ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৪ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে (Naval Dockyard apprentice)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন