ন্যাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস

487
0
Naval Dockyard Apprentice Recruitment

ন্যাভাল ডকইয়ার্ড বিশাখাপত্তনমে ২৭৫ ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। Naval Dockyard Apprentice

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, শিট মেটাল ওয়ার্কার, কার্পেন্টার, মেকানিক (ডিজেল), পাইপ ফিটার,

ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার (জেনারেল), আরঅ্যান্ডএসি মেকানিক, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), মেশিনিস্ট,

ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ফাউন্ড্রিম্যান।

কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে ৭৫৭৬৮ কনস্টেবল

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ এবং ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত আইটিআই।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লেখা পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে বাছাই করা হবে।

এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস

আবেদন করা যাবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। Naval Dockyard Apprentice

নোটিসটি দেখতে ক্লিক করুন