ন্যাভাল শিপরিপেয়ার ইয়ার্ডে ২৩০ অ্যাপ্রেন্টিস

2262
0
Naval Dockyard Apprentice Recruitment

ন্যাভাল শিপরিপেয়ার ইয়ার্ড কোচিতে ২৩০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাাক্ট অনুযায়ী৷

যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল- কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট,

ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, মেশিনিস্ট, মেকানিক মোটর ভিকল, মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং,

টার্নার, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ফাউন্ড্রিম্যান, শিট মেটাল ওয়ার্কার, ইলেক্ট্রিক্যাল ওয়াইন্ডার,

কেবল জয়েন্টার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রোপ্লেটার, প্লাম্বার, ফার্নিচার অ্যান্ড ক্যাবিনেট মেকার,

মেকানিক ডিজেল, মেরিন ইঞ্জিন ফিটার, বুক বাইন্ডার, টেইলর,, শিপরাইট, পাইপ ফিটার,

রিগার, ড্রাইভার কাম মেকানিক, পাম্প অপারেরটর কাম মেকানিক, এনগ্রেভার৷

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ https://www.indiannavy.nic.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি ১ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে পৌঁছতে হবে The Admiral Superintendent (for officer in charge), Apprentices Training School, Naval Ship repair Yard, Naval base, Kochi- 682004 ঠিকানায়৷