Site icon জীবিকা দিশারী

বিই-বিটেক যোগ্যতায় ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ

navy officer recruitment 2023

ভারতীয় নৌবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনে ২৪২ জন অফিসার নিয়োগ করা হবে (জানুয়ারি ২০২৪ কোর্সে)। (navy officer recruitment 2023)

নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: এগজিকিউটিভ ব্র্যাঞ্চ: জেনারেল সার্ভিস: ৫০, এয়ার ট্রাফির কন্ট্রোলার: ১০,

ন্যাভাল এয়ার অপারেশনস অফিসার: ২০, পাইলট: ২৫, লজিস্টিক্স: ৩০, ন্যাভাল আর্মামেন্ট ইন্সপেকটরেট ক্যাডার: ১৫।

এডুকেশন ব্র্যাঞ্চ: ১২।

টেকনিক্যাল ব্র্যাঞ্চ: ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চ: ২০, ইলেক্ট্রিক্যাল ব্র্যাঞ্চ: ৬০।

যোগ্যতা: এগজিকিউটিভ ব্র্যাঞ্চ: জেনারেল সার্ভিস: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক।

এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ন্যাভাল এয়ার অপারেশনস অফিসার, পাইলট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক।

প্রার্থীকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

লজিস্টিক্স: যে কোনো শাখায় ফার্স্ট ক্লাস বিই/ বিটেক অথবা ফার্স্ট ক্লাসে এমবিএ অথবা ফার্স্ট ক্লাসে বিএসসি/ বিকম/ বিএসসি (আইটি)

সঙ্গে ফিনান্স/ লজিস্টিক্স/ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/ মেটারিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা ফার্স্ট ক্লাস এমসিএ/ এমএসসি (আইটি)।

ন্যাভাল আর্মামেনন্ট ইন্সপেকটোরেট ক্যাডার: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ মেকানিক্যাল সঙ্গে অটোমেশন/ ইলেক্ট্রিক্যাল/

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স/ মাইক্রো ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন/

অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ মেটালার্জি/ কেমিক্যাল/ অ্যারোস্পেস/ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক পাশ।

টেকনিক্যাল ব্র্যাঞ্চ: ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চ: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকাবিক্যাল/ মেরিন/ ইনস্ট্রুমেন্টেশন/

প্রোডাকশন/ অ্যারোনটিক্যাল/ কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল/ মেটালার্জিতে বিই/বিটেক।

ইলেক্ট্রিক্যাল ব্র্যাঞ্চ: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলি কমিউনিকেশন/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে বিই/ বিটেক।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধা তালিকার ভিত্তিতে প্রার্থঈ বাছাই করা হবে।

বয়স: বয়স হতে হবে ২ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জুলাই ২০০৪ সালের মধ্যে। শুধুমাত্র এডুকেশন ব্র্যাঞ্চের এমটেক প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২ জানুয়ারি ১৯৯৭ থেকে ১ জানুয়ারি ২০০৩ সালের মধ্যে।

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১৪ মে ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version