নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

1591
0
NBARAD recruitment 2022

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলেপমেন্টে অ্যাসিস্ট্যান্ট/ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) পদে ১৭৭ জন নিয়োগ করা হবে (NBARAD recruitment 2022)।

শূন্যপদ: ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ১৭৩ (অসংরক্ষিত ৮০, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৪৬, ইডব্লুএস ১৫)।

ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি উপজাতি ১)।

যোগ্যতা: ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে পাস নম্বর থাকলেই আবেদন করতে পারবেন)।

ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে হিন্দি এবং ইংরেজি কম্পালসারি বা ঐচ্ছিক বিষয় সহ ব্যাচেলর ডিগ্রি

(তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে কেবলমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন)।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসেবে।

বেতনক্রম: ১৩১৫০-৩৪৯৯০ টাকা। পারিশ্রমিক: প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে ৩২০০০ টাকা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: https://www.nabard.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (NBARAD recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন