ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলেপমেন্টে অ্যাসিস্ট্যান্ট/ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) পদে ১৭৭ জন নিয়োগ করা হবে (NBARAD recruitment 2022)।
শূন্যপদ: ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ১৭৩ (অসংরক্ষিত ৮০, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৪৬, ইডব্লুএস ১৫)।
ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি উপজাতি ১)।
যোগ্যতা: ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে পাস নম্বর থাকলেই আবেদন করতে পারবেন)।
ডেভলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে হিন্দি এবং ইংরেজি কম্পালসারি বা ঐচ্ছিক বিষয় সহ ব্যাচেলর ডিগ্রি
(তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে কেবলমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন)।
শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসেবে।
বেতনক্রম: ১৩১৫০-৩৪৯৯০ টাকা। পারিশ্রমিক: প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে ৩২০০০ টাকা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: https://www.nabard.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (NBARAD recruitment 2022)।