এনবিসিসিতে ১২০ সাইট ইনস্পেক্টর

2151
0
NBCC recruitment

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে (এনবিসিসি) ১২০ জন সাইট ইনস্পেক্টর (সিভিল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে (NBCC recruitment )।

বিজ্ঞপ্তি নম্বর: ০৫/২০২১।

শূন্যপদ: সাইট ইনস্পেক্টর (সিভিল): ৮০ (অসংরক্ষিত ৩৩, ওবিসি ২১, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ইডব্লুএস ৮)।

সাইট ইনস্পেক্টর (ইলেক্ট্রিক্যাল): ৪০ (অসংরক্ষিত ১৬, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩, ইডব্লুএস ৪)।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১৪ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে।

বয়সসীমা: ১৪ এপ্রিল ২০২১ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩১০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষাকেন্দ্র: কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি, জম্মু, চণ্ডীগড়, জয়পুর, আহমেদাবাদ, লখনউ, পাটনা, ভুবনেশ্বর, ইন্দোর, পুণে, হায়দরাবাদ, কোচি, দেরাদুন, রাঁচি, বিশাখাপত্তনম।

আবেদনের ফি: ৫০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না (NBCC recruitment)।

আবেদনের পদ্ধতি: www.nbccindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনবিসিসি লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের খবর দেখতে ক্লিক করুন