Site icon জীবিকা দিশারী

এনবিসিসিতে ১২০ সাইট ইনস্পেক্টর

NBCC recruitment

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে (এনবিসিসি) ১২০ জন সাইট ইনস্পেক্টর (সিভিল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে (NBCC recruitment )।

বিজ্ঞপ্তি নম্বর: ০৫/২০২১।

শূন্যপদ: সাইট ইনস্পেক্টর (সিভিল): ৮০ (অসংরক্ষিত ৩৩, ওবিসি ২১, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ইডব্লুএস ৮)।

সাইট ইনস্পেক্টর (ইলেক্ট্রিক্যাল): ৪০ (অসংরক্ষিত ১৬, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩, ইডব্লুএস ৪)।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১৪ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে।

বয়সসীমা: ১৪ এপ্রিল ২০২১ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩১০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষাকেন্দ্র: কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি, জম্মু, চণ্ডীগড়, জয়পুর, আহমেদাবাদ, লখনউ, পাটনা, ভুবনেশ্বর, ইন্দোর, পুণে, হায়দরাবাদ, কোচি, দেরাদুন, রাঁচি, বিশাখাপত্তনম।

আবেদনের ফি: ৫০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না (NBCC recruitment)।

আবেদনের পদ্ধতি: www.nbccindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনবিসিসি লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

Exit mobile version