ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিকেল সায়েন্স (NABMS) একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 21005/RECT/2020. NBAM হলো কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ একটি স্ব-শাসিত সংস্থা।
শূন্যপদ ও যোগ্যতা –
১) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ( ৮ টি পদ, এর মধ্যে অসংরক্ষিত ৩, এসসি ১, ওবিসি ৪) – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। ১৪ আগস্ট, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২৭ এর মধ্যে।
২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ( ৩০ টি পদ, এর মধ্যে অসংরক্ষিত ৫, এসসি ৬, এসটি ৩, ওবিসি ১৬ ) – রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক যোগ্যতা লাগবে । উইন্ডোজ, ইন্টারনেট সহ বেসিক কম্পিউটার জ্ঞান লাগবে। ১৪ আগস্ট, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২৭ এর মধ্যে।
৩) জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ( ৪ টি পদ, এর মধ্যে অসংরক্ষিত ২, এসসি ১, ওবিসি ১) – কমার্স নিয়ে বা অঙ্ক/ স্ট্যাটিসটিক্স সাবজেক্ট সহ স্নাতক হতে হবে। অ্যাকাউন্টিং বেসড কম্পিউটার নলেজ ও তার সাথে সরকারি প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ১৪ আগস্ট, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২৭ এর মধ্যে
• এসসি, এসটি সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণীর জন্য বয়স অনুযায়ী ছাড় রয়েছে ।
আবেদন – আগামী ১৪ আগস্ট, ২০২১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট পদগুলোর জন্য কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে আগামী ২০ সেপ্টেম্বর, ২০২১।
আবেদনের জন্য ওয়েবসাইট – www.natboard.edu.in
বিস্তারিত বিজ্ঞপ্তি: ক্লিক করুন