ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে ট্রেনি (পাবলিক রিলেশন) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর ১৪/২০২৩। NCSM Recruitment 2023
যোগ্যতা: জার্নালিজম/ মাস কমিউনিকেশন/ পাবলিক রিলেসন/ মিডিয়া সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি
অথবা যে কোনো শাখায় স্নাতক সঙ্গে জার্নালিজম/ মাস কমিউনিকেশন/পাবলিক রিলেসন/মিডিয়া সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন।
স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ
ভিডিও এডিটিং/গ্রাফিক ডিসাইন/ সোশ্যাল মিডিয়া সামলানোর জ্ঞান থাকলে অগ্রাধিকার। প্রার্থীর ইংরেজি, বাংলা এবং হিন্দি ভাষার জ্ঞান থাকতে হবে।
পারিশ্রমিক: প্রতি মাসে ১৬৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
দক্ষিণ-পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://ncsm.gov.in/ ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির ফটোকপি পাঠাতে হবে ‘Section officer (Admin) NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS, 33, Block- GN, Sector-V, Bidhan Nagar, Kolkata- 700091’ ঠিকানায়।
বিধাননগর পুরসভায় নিয়োগ, বেতন ২০০০০
অথবা মেল করা যাবে, Email Id- ncsmtrainee@gmail.com
আবেদনপত্র জমা নেওয়ার শেষ দিন ৫ জানুয়ারি ২০২৪। NCSM Recruitment 2023
আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন