Site icon জীবিকা দিশারী

উচ্চমাধ্যমিক যোগ্যতায় আর্মি, এয়ারফোর্স ও নেভিতে চাকরি

UPSC NDA 2

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমি(২), ২০২২ (NDA & NA Exam II 2022)

পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট যোগ্যতায় যে কোন ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেনা। এগজামিনেশন নোটিস নম্বর: 10/2022-NDA-II.

শূন্যপদ: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ৩৭০ টি (২০৮ আর্মি (১০ মহিলা প্রার্থী), ৪২ নেভি (মহিলা প্রার্থী), এয়ার ফোর্স ১২০)।

ন্যাভাল অ্যাকাডেমি – ৩০ টি পদ রয়েছে (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

যোগ্যতা: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

ন্যাভাল অ্যাকাডেমির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

বয়সসীমা: প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২ জানুয়ারি, ২০০৪ এর আগে নয় এবং ১ জানুয়ারি ২০০৭ এর পরে নয়।

অবিবাহিত পুরুষ/মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পরীক্ষার তারিখ: পরীক্ষা হবে আগামী ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ।

আবেদনের ফি: ১০০ টাকা। ভিসা/ মাস্টার/ রুপে/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইউপিআই পেমেন্টের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৭ জুন ২০২২ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত (NDA & NA Exam 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version