ইউপিএসসির ২০২১ এনডিএ অ্যান্ড এন‌এ (২) পরীক্ষার তারিখ, কেন্দ্র বদল

1396
0
UPSC CMS 2024 Exam Schedule

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২১-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি (২) পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ চলছে কমিশনের ওয়েবসাইটে (upsconline.nic.in)।
সেই খবর বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে আমাদের পোর্টালেও ( https://jibikadishari.co.in/nda-na/)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষা হবে আগামী ৫ সেপ্টেম্বর, কিন্তু বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক বিবেচনা করে পরীক্ষার তারিখ বদলানো হয়েছে।
সেই অনুযায়ী পরীক্ষা হবে আগামী ১৪ নভেম্বর (২০২১-এর কম্বাইন্ড ডিফেন্স অ্যাকাডেমি (২) পরীক্ষা পূর্বনির্ধারিত মতোই হবে)।
পরীক্ষাকেন্দ্র‌ও কমিয়ে ৭৫টি করা হয়েছে।
যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন তাঁরা চাইলে নতুন তালিকা অনুযায়ী কেন্দ্র বদলে নিতে পারবেন।
কমিশনের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: