কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দপ্তরে ১৩,২০৬ ভলেন্টিয়ার নিয়োগ

schedule
2021-02-06 | 12:47h
update
2021-02-06 | 12:47h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে সারা দেশে ১৩,২০৬ জন ন্যাশনাল ইয়ুথ ভলেন্টিয়ার (NYV) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত দু বছরের ভলেন্টিয়ার কাজের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ সম্পন্ন করা হবে। স্বাস্থ্য, জনকল্যাণ, স্বাক্ষরতা সহ অন্যান্য সামাজিক বিষয় ও সরকারের বিভিন্ন প্রোগ্রামের সচেতনতা ও সম্প্রচারে কাজে এবং কিছু ক্ষেত্রে জরুরি কিছু কাজেও ইয়ুথ ভলেন্টিয়ারদের নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রত্যেক ভলেন্টিয়ারকে ১৫ দিনের জন্য ইন্ডাকশন ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং যেকোনো সরকারি ট্রেনিং ইনস্টিটিউটে সংশ্লিষ্ট স্টেট ডিরেক্টরেটের মাধ্যমে পরিচালিত হবে।

Advertisement

শূন্যপদ: দিল্লিতে প্রতিটি ওয়ার্ডের জন্য ২ জন করে, তেলেঙ্গানা প্রত্যেকটি মণ্ডলের জন্য ২ জন করে এবং এ ছাড়া প্রত্যেক জেলায় ৩ জন করে সারা দেশে মোট ১৩২০৬ জন ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে, কম্পিউটার, মোবাইল অ্যাপ ব্যবহার জানলে এবং “নেহেরু যুবা কেন্দ্র সংগঠন”-এর সদস্য হলে অগ্রাধিকার পাওয়া যাবে। রেগুলার পাঠরত কোনো ছাত্র-ছাত্রী এই ভলেন্টিয়ারশিপের কাজে আবেদন করতে  পারবে না।

শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।

ভাতা: দু বছরের জন্য সব মিলিয়ে ৫,০০০ টাকা/ প্রতি মাস  ভাতা প্রদান করা হবে।

আবেদন: প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি, ২০২১ থেকে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে ইন্টারভিউ গ্রহণের ব্যবস্থা হবে। ১৫ মার্চের মধ্যে ফলাফল প্রকাশ করে ১ এপ্রিল, ২০২১ থেকে যোগদান করতে হবে।

অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইট: http://nyks.nic.in/nycapp/main.asp

বিস্তারিত বিজ্ঞপ্তি: https://nyks.nic.in/NewInitiatives/NYVSelection202021/Letters/NYVSelectionGuideline202122.pdf

NYVK, Central govt. Job, Central Government recruitment

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 06:17:11
Privacy-Data & cookie usage: