NEP : মাধ্যমিক পরীক্ষায় সরকারি চাকরিগুলির কী হবে? উঠছে প্রশ্ন

2913
0
Upcoming Government Job News

মাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরি কী আর থাকবে না, সরকারি চাকরির নূন্যতম যোগ্যতা কি অষ্টম শ্রেণির পর একলাফে হায়ার সেকেন্ডারি পাশ হতে চলেছে? কেন্দ্রের প্রস্তাবিত নতুন শিক্ষা নীতি, ২০২০ অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণির ৪ বছরের পর একযোগে বোর্ডের পরীক্ষার পর কি ছাত্র-ছাত্রীরা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক গুরুওহীন হল, অপেক্ষা বেড়ে গেল আরও একটা বছর? সরকারি চাকরির ক্ষেত্রে উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন।  একনজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক যোগ্যতায় কী-কী সরকারি চাকরির জন্য এখন পর্যন্ত আবেদন করা যায়:

১)  রেলের পিওন, হেল্পার, খালাসি, পোর্টার, গ্যাংম্যান, পয়েন্টসম্যান, ট্র্যাকমান, গেটম্যান, সাফাইওয়ালা, ওয়েটার, ক্লিনার ইত্যাদি,

২) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে মোটর ড্রাইভার, চৌকিদার, সাফাইওয়ালা, মিটার রিডার, কেনম্যান, স্টোর কিপার- পিওন ইত্যাদি পদে,

৩) বিভিন্ন আদালতের প্রসেস সার্ভার, পিওন ইত্যাদি,

৪) পঞ্চায়েত-পুরসভা-হাসপাতালগুলির এরকম নানা পদে।   সেনাবাহিনীতে সোলজার (জেনারেল ডিউটি),

৫) কেন্দ্রীয়  ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও আধাসামরিক বাহিনীগুলিতে মাল্টিটাস্কিং স্টাফ (ফরাশ, পিওন, জমাদার, বেয়ারা, চৌকিদার, মালি, ধোবি, ভিস্তিওয়ালা ইত্যাদি) ,  বিভিন্ন  সরঞ্জামের কারখানায় ফায়ারম্যান,

৬) মাধ্যমে রাজ্য সরকারের অফিসগুলির লোয়ার ডিভিশন ক্লার্ক/ কৃষি বিভাগে কৃষি প্রযুক্তি সহায়ক,

৭) রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও আধাসামরিক বাহিনীগুলিতে কনস্টেবল/ জুনিয়র কনস্টেবল/ রাইফেলম্যান,   জেল ওয়ার্ডার/ ফিমেল ওয়ার্ডার, ডাকবিভাগে মেলগার্ড/ পোস্টম্যান ও গ্রামীণ ডাকসেবক ( ডাকসেবক পোস্ট মাস্টার ও এমটিএস),

৮) রাজ্য খাদ্য দপ্তরে সাব-ক্লার্ক, টাইপিস্ট, পঞ্চায়েতকর্মী, কোস্টগার্ডে কুক, স্টুয়ার্ড, এনরোল্ড ফলোয়ার ইত্যাদি।

৯)  বর্ডার রোডস অর্গানাইজেশনে পাইয়োনিয়ার, ফলোয়ার ইত্যাদি পদে, পরমাণু কেন্দ্রে ট্রেনি টেকনিশিয়ান পদে, অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ পাওয়া যায় গার্ডেনরিচ সহ বিভিন্ন জাহাজ ও জাহাজ মেরামতি কারখানায়, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিতে।

১০+২ থেকে পরিবর্তন করে প্রাক প্রাথমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ৫+৩+৩+৪ বিভাগ তৈরি করলে মাধ্যমিক পরীক্ষার জায়গা কই। সেক্ষেত্রে ওই যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে যে সমস্ত সরকারি পদে কর্মসংস্থানের সম্ভাবনা ছিল, সেগুলির ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে সংশয় রয়েছে কর্মপ্রার্থী মহলে।

মাধ্যমিক পাশের পর আইটিআই ইত্যাদি যেসব কোর্স করা যায় সেগুলির ভর্তিমান বা আদৌ সেগুলির কী হবে তা নিয়েও প্রশ্ন, চিন্তা থাকেই।

 

 

NEP, New Education Policy, Job after Madhyamik