নেতাজি সুভাষ ওপেন ইউনির্ভাসিটিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্যাজেুয়েট প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মেমো নম্বর: Reg/1545.
যে সমস্ত বিষয়ে ভর্তি নেওয়া হবে সেগুলি হল- বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্সে ব্যাচেলর অব আর্টস প্রোগ্রাম।
অধ্যাপনা ও ফেলোশিপের যোগ্যতা অর্জনের জন্য নেট-এর অনলাইন আবেদন শুরু
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, জুলজি, বটানিতে ব্যাচেলর অব সায়েন্স প্রোগ্রাম এবং ব্যাচেলর ব কমার্স প্রোগ্রাম।
কোর্স ফি: ম্যাথমেটিক্সে কোর্স ফি ৫,০৭৫ টাকা, জিওগ্রাফি ও বটানিতে কোর্স ফি ৫৪৭৫ টাকা। ফিজিক্স, কেমিস্ট্রি এবং জুলজিতে কোর্স ফি ৫৬৭৫ টাকা। অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে কোর্স ফি ৩৭৭৫ টাকা।
আবেদনের পদ্ধতি: https://bdp.wbnsouadmissions.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে ২২ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টা থেকে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (netaji subhas open university admission 2022)।
ভর্তি সংক্রান্ত নোটিসটি দেখতে ক্লিক করুন