স্নাতক যোগ্যতায় নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে ৩০০ অফিসার

3080
0
govt jobs

নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি (New India assurance company) লিমিটেডে ৩০০ জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (স্কেল ওয়ান) নিয়োগ করা হবে৷

শূন্যপদ: ৩০০ (অসংরক্ষিত ১২১, তপশিলি জাতি ৪৬, তপশিলি উপজাতি ২২, ওবিসি ৮১, ইডব্লুএস ৩০)৷

এইসবের মধ্যে ১৭টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷

বেতনক্রম: বেসিক পে ৩২৭৯৫ টাকা৷ পে স্কেল ৩২২৭৯৫-৬২৩১৫ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক/ স্নাতকোত্তর৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে৷

বয়সসীমা:  ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা, ইন্টারভিউ এবং নথিপত্রর যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আরও চাকরির খবর  দেখুন : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক যোগ্যতায় এয়ারফোর্স ১৯৭ নিয়োগ

আবেদনের ফি: ৭৫০ টাকা (আবেদনের ফি+ ইন্টিমেশন চার্জ)৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১০০ টাকা দিতে হবে৷

আবেদনের পদ্ধতি: http://newindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত৷

নোটিসটি দেখতে   ক্লিক করুন