ভারতীয় রেলে ৫৬৩৬ অ্যাপ্রেন্টিস

schedule
2022-06-03 | 07:46h
update
2022-06-03 | 07:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে ৫৬৩৬ অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (nfr railway apprentice 2022)।

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। অনলাইন আবেদন করা যাবে ৩০ জুন ২০২২ তারিখ রাত ১০টা পর্যন্ত।

ইউনিট অনুযায়ী শূন্যপদ: কাটিহার অ্যান্ড টিডিএইচ ওয়ার্কশপ: ৯১৯, আলিপুরদুয়ার (এপিডিজে): ৫২২,

রঙ্গিয়া (আরএনওয়াই): ৫৫১, লামডিং, এমএলজি অ্যান্ড ট্র্যাক মেশিন: ১১৪০, তিনসুকিয়া (টিএসকে): ৫৪৭,

নিউ বনগাইগাঁও ওয়ার্কশপ (এনবিকিউএস): ১১১০, ডিব্রুগড় ওয়ার্কশপ (ডিবিডব্লুএস): ৮৪৭।

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, ডিজেল মেকানিক,

ইলেক্ট্রিশিয়ান, রেফ্রিজেরেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেক্ট্রনিক মেকানিক,

ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক সিস্টেম মেন্টেন্যান্স, কার্পেন্টার, প্লাম্বার, মেসন, পেইন্টার, লাইনম্যান।

Advertisement

বয়সসীমা: ১ এপ্রিল ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় রেলে ৩৬১২ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুনAMP

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ জুন ২০২২ তারিখ রাত ১০টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (nfr railway apprentice 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2024 - 19:18:35
Privacy-Data & cookie usage: