নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে নিয়োগ

232
0
NFR Recruitment 2024

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে ৫৬টি শূন্যপদে স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। NFR Recruitment 2024

যোগ্যতাঃ লেভেল ১ (গ্রেড পে ১৮০০) দশম শ্রেণি পাশ/ আইটিআই পাশ/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট। লেভেল ২ ও ৩ (গ্রেড পে ১৯০০/২০০০) দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল।

লেভেল ৪ ও ৫ (গ্রেড পে ২৪০০/২৮০০) গ্র্যাজুয়েট বা সমতুল। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ বোর্ড থেকে পাশ করে থাকতে হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যে সমস্ত ইভেন্ট থেকে নিয়োগ করা হবে সেগুলি হল- ওয়েটলিফ্টিং, বক্সিং, সাইক্লিং, গল্ফ, অ্যাথলেটিক্স, আর্চারি, বাস্কেটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ভলিবল, ব্যাডমন্টিন, লন টেনিস।

আবেদনের ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি ২৫০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। NFR Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন