নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে ৫৬টি শূন্যপদে স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। NFR Recruitment 2024
যোগ্যতাঃ লেভেল ১ (গ্রেড পে ১৮০০) দশম শ্রেণি পাশ/ আইটিআই পাশ/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট। লেভেল ২ ও ৩ (গ্রেড পে ১৯০০/২০০০) দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল।
লেভেল ৪ ও ৫ (গ্রেড পে ২৪০০/২৮০০) গ্র্যাজুয়েট বা সমতুল। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ বোর্ড থেকে পাশ করে থাকতে হবে।
বয়সঃ ১ জানুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যে সমস্ত ইভেন্ট থেকে নিয়োগ করা হবে সেগুলি হল- ওয়েটলিফ্টিং, বক্সিং, সাইক্লিং, গল্ফ, অ্যাথলেটিক্স, আর্চারি, বাস্কেটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ভলিবল, ব্যাডমন্টিন, লন টেনিস।
আবেদনের ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি ২৫০ টাকা।
আবেদনের পদ্ধতিঃ www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। NFR Recruitment 2024