এনএইচপিসিতে ৪০৯ শূন্যপদে নিয়োগ

5324
0
NHPC Limited Recruitment

এনএইচপিসি লিমিটেডে ৪০৯ শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, হিন্দি ট্র্যান্সলেটর, NHPC Limited Recruitment

ড্রাফটসম্যান পদে নিয়োগ চলছে। বিজ্ঞপ্তি নম্বর: NH/Rectt./01/2023.

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইঅ্যান্ডসি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

সুপারভাইজার (আইটি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে নিয়মিত স্নাতক এবং ডোয়েকের `এ’ লেভেল কোর্স। অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সুপারভাইজার (সার্ভে): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সার্ভেয়িং/ সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের নিয়মিত ডিপ্লোমা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

রবীন্দ্রভারতীতে জুনিয়র রিসার্চ ফেলো

সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট: ইন্টার সিএ অথবা ইন্টার সিএমএ পাশ।

হিন্দি ট্র্যান্সলেটর: হিন্দিতে মাস্টার ডিগ্রি সঙ্গে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে

অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে। এখ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ড্রাফটসম্যান (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল): মাধ্যমিক পাশ সঙ্গে এনসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। সবক্ষেত্রেই ৩০ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। মোট ২০০ নম্বরের পরীক্ষা।

আবেদনের ফি: ২৯৫ টাকা, অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

এসএসকেএম হাসপাতালে চাকরি

আবেদনের পদ্ধতি: www.nhpcindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ জুন ২০২৩ তারিখ রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত।

NHPC Limited Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন