নীতি আয়োগে আরও ১২ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন লিড

1026
0
niti aayog

দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্র্যান্সফরমিং ইন্ডিয়া (নিতি)-তে ৩ বছরের চুক্তির ভিত্তিতে ১২ জন ইভ্যালুয়েশন লিড (অটল ইনভেশন মিশন) নিয়োগ করা হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৮০০০০-১৪৫০০০ টাকা।

বয়স: ২০ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স ৪৫ বছরের কম।

ক্ষেত্র অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা: বিজ্ঞান/ প্রযুক্তি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন্স/ ইকোনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ ম্যাথমেটিক্স/ কমার্স/ ম্যানেজমেন্ট/ ল/ কমিউনিকেশন ডেভেলপমেন্ট/জার্নালিজমে মাস্টার ডিগ্রি অথবা কারিগরি/প্রযুক্তিতে গ্র্যাজুয়েট অথবা সিএ/সিএস/আইসিডব্লুএ পাশ।

প্রযুক্তি উদ্ভাবন ও শিল্পোদ্যোগ, ব্যবসা, ফিনানশিয়াল/বিজনেস ম্যানেজমেন্ট ও বিশ্লেষণত্মক কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

কাজের ধরন-ধারণ বিষয়ে জানা যাবে নিচের লিঙ্কে বিজ্ঞপ্তিতে।

আবেদনের পদ্ধতি: www.niti.gov.in ওয়েবাসইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি https://crbs.nitiaayog.nic.in/eapplication/niticon/Registration.aspx লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

বিজ্ঞপ্তিটি দেখা যাবে https://niti.gov.in/writereaddata/files/recruitment/Monitoring-Evaluation-Lead.pdf লিঙ্কে। অনলাইন আবেদন করা যাবে ২২ মে ২০১৯ তারিখ পর্যন্ত।