কলকাতার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কাজের সুযোগ

schedule
2023-05-09 | 17:30h
update
2023-05-17 | 13:15h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ কলকাতায় প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লাইব্রেরিয়ান, (nitttr kolkata recruitment)

সেকশন অফিসার গ্রেড ওয়ান (অ্যাকাউন্টস), সেকশন অফিসার গ্রেড টু (অ্যাকাউন্টস),

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে ১৩ জন নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: ০২/ ২০২৩-২৪।

শূন্যপদ: প্রফেসর: ৬, অ্যাসোসিয়েট প্রফেসর: ১, লাইব্রেরিয়ান: ১, সেকশন অফিসার গ্রেড ওয়ান (অ্যাকাউন্টস): ১, সেকশন অফিসার গ্রেড টু (অ্যাকাউন্টস): ১, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: ২, টেকনিশিয়ান: ১।

Advertisement

আবেদনের ফি: টিচিং পোস্টের জন্য ১০০০ টাকা এবং নন-টিচিং পোস্টের জন্য ৫০০ টাকা।

এনইএফটি/ আরটিজিএসের মাধ্যমে নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে আবেদনের ফি দিতে হবে। এসবিআই অ্যাকাউন্ট নম্বর: ১০৮৩৬৪২৮৬৫৭, আইএফএসসি কোড: SBIN0001612

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.nitttrkol.ac.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত।

যোগ্যতা, বেতন, বয়স সম্পর্কে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট এবং অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স স্পিড/ রেজিস্টার পোস্টে The Director, NITTTR, Kolkata, Block-FC, Sector-III, Salt Lake, Kolkata- 700106 ঠিকানায় পৌঁছতে হবে ৯ জুন ২০২৩ তারিখের মধ্যে। (nitttr kolkata recruitment)

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF …….. AGAINST ADVT. NO. 02/ 2023-24.’

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আরও খবর

সিটেট-এর অনলাইন আবেদন শুরুAMP

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 12:40:08
Privacy-Data & cookie usage: