এনএলসি ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস

394
0
Apprentice Recruitment

এনএলসি ইন্ডিয়া লিমিটেডে গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। NLC Apprentice Recruitment 2024

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৭৫, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৭৮, সিভিল ইঞ্জিনিয়ারিং: ২৭, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ১৫,

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৯, মাইনিং ইঞ্জিনিয়ারিং: ৪৪, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং: ৪৭,

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৫, ফার্মাসি: ১৪।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৯৫, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৯৪, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৪৯, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ৯, মাইনিং ইঞ্জিনিয়ারিং: ২৫, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং: ৩৮, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৮।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫০২৮ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২৫২৪ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি।

ফার্মাসি: ব্যাচেলর অব ফার্মাসি (বি.ফার্মা)।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা। সবক্ষেত্রেই প্রার্থীকে ২০১৯-২০২৩ সালের মধ্যে পাশ করে থাকতে হবে।

সবক্ষেত্রেই অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী বয়স হতে হবে।

বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ দেবে যোগ্যশ্রী প্রকল্প

আবেদনের পদ্ধতি: www.nlcindia.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্বপ্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The General Manager, Learning and Development Centre, N.L.C India Limited, Neyveil- 607803 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে। NLC Apprentice Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন