Site icon জীবিকা দিশারী

গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ

NLC Recruitment 2024

এনএলসি ইন্ডিয়া লিমিটেডে ৫৮৮ শূন্যপদে গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। NLC Recruitment 2024

শূন্যপদঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৮৪, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৮১, সিভিল ইঞ্জিনিয়ারিং ২৬, ই

নস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ১২, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১০, মাইনিং ইঞ্জিনিয়ারিং ৪৯, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ৪৫,

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৪, নার্সিং ২৫।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৭৭, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৭৩, সিভিল ইঞ্জিনিয়ারিং ১৯,

ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ৭, মাইনিং ইঞ্জিনিয়ারিং ৩০, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ১৮, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৮, নার্সিং ২০।

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫০২৮ টাকা,

বিএসসি (নার্সিং) এর ক্ষেত্রে ১২৫২৪ টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনিদের ক্ষেত্রে প্রতি মাসে ১২৫২৪ টাকা।

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি। নার্সিং গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বিএসসি নার্সিং।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসঃ পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা। নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিং ডিপ্লোমা।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় ঝাড়গ্রামে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.nlcindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the General Manager,

Learning and Development Centre, Block-20, NLC India Limited, Neyveli- 607803 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৩ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৫টার মধ্যে। NLC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

বারাসতের স্কুলে শিক্ষক নিয়োগ

Exit mobile version