স্নাতক যোগ্যতায় কাজের সুযোগ

1023
0
NMML Recruitment 2023

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন নিউ দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে ফটোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। NMML Recruitment 2023

শূন্যপদের সংখ্যা তিন।

বেতন: লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা।

যোগ্যতা: গ্র্যাজুয়েট সঙ্গে ফোটোগ্রাফি/ রেপ্রোগ্রাফিতে সার্টিফিকেট বা ডিপ্লোমা।

এসএসকেএম হাসপাতালে চাকরি

ফোটোগ্রাফি এবং ফোটো রিপ্রোডাকশনের কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

দক্ষিণ ২৪ পরগণায় লাইব্রেরিয়ান

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://nehrumemorial.nic.in/  ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Director, Nehru Memorial Museum & Library, Teen Murti House, New Delhi- 110011 ঠিকানায়।

পূর্ব বর্ধমানে কাজের সুযোগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৯ জুন ২০২৩ তারিখ বিকাল ৫.৩০ এর মধ্যে। NMML Recruitment 2023

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন