মিশ্রধাতুতে নন-এগজিকিউটিভ পদে ৬৩ নিয়োগ

1921
0
Non-executive post

মিশ্র ধাতু নিগম লিমিটেডে ৬৩ জন নন-এগজিকিউটিভ পদে নিয়োগ করা হবে (Non-executive post)। বিজ্ঞপ্তি নম্বর: MDN/HR/NE/4/21.

যে সমস্ত পদে নিয়োগ হবে সেগুলি হল- সিনিয়র অপারেটিভ ট্রেনি (মেকানিক্যাল, পিকলিং, ল্যা্ব টেকনিশিয়ান, এনডিটি, সিভিল),

ওয়াকিং/ রোলার ফারনেস অপারেটর, হট/কোল্ড লেভেলার অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সিকিউরিটি ইনস্পেক্টর,

জুনিয়র অপারেটভি ট্রেনি (ফিটার-কাটিং মেশিন, ইলেক্ট্রিক্যাল, টার্নার, অপারেশনস অ্যান্ড মেন্টেন্যান্স, ফিটার, ডিজেল মেকানিক, অটো ইলেক্ট্রশিয়ান, এনডিটি অপারেটর),

ক্রেন অপারেটর, ল্যাডলম্যান, অপারেটর হাইড্রোলিক প্রেস, চার্জার অপারেটর ও রিফ্র্যাক্টরি মেসন।

আবেদনের ফি ১০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.midhani-india.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে (Non-executive post)।

নোটিসটি দেখতে  ক্লিক করুন

ইরকন ইন্টারন্যাশনালে অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন