কলেজে নন-টিচিং স্টাফ নিয়োগ

2296
0
non teaching staff recruitment

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজে (ফর ওম্যান) ১৯ জন নন-টিচিং স্টাফ নিয়োগ করা হবে (non teaching staff recruitment)৷

Advertisement No. SPMC/Advt-NT/2021/01.

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিনিয়র পার্সোনেল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট,

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার), তবলা অ্যাকমপ্যানিইস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট৷

যোগ্যতা: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি পা সমতুল সঙ্গে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা৷

সিনিয়র পার্সোনেল অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা৷

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার): সংশ্লিষ্ট বিজ্ঞান বিষয়ে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ৷

তবলা অ্যাকোমপ্যানিস্ট: তবলা/ পাখাওয়াজে ডিগ্রি৷ অনান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: সিনিয়র সেকেন্ডারি পাশ সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে৷

ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট: বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণি বা সমতুল পাশ৷

লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট: দশম শ্রেণি পাশ সঙ্গে লাইব্রেরি সায়েন্স/ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট৷

আবেদনের ফি: ৭০০ টাকা৷ ওবিসি, ইডব্লুএস ও মহিলা প্রার্থীদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা৷ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে (non teaching staff recruitment)৷

আবেদনের পদ্ধতি: http://spm.du.ac.in এবং www.du.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড কররা যাবে৷

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে ‘The Principal, Shyama Prasad Mukherjee College (for Women), Punjabi Bagh (West), News Delhi 110026’ ঠিকানায়। পৌঁছনো চাই আগামী ১৬ জুলাইয়ের মধ্যে৷

 দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ নোটসটি দেখতে ক্লিক করুন

পিএসসির অডিট অ্যাকাউন্টস ও দুই সিভিল সার্ভিস পরীক্ষার নতুন তারিখ দেখতে ক্লিক করুন