Site icon জীবিকা দিশারী

নির্বাচন ২০২১ : জেনে নিন আপনার জেলা (উত্তর দিনাজপুর) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

North Dinajpur, WB Election

কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্ব​ই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।

আজকের জেলা :  উত্তর দিনাজপুর 

১) অবিভক্ত বাংলার সবথেকে বড় জেলা ছিল দিনাজপুর। তেভাগা আন্দোলনের সঙ্গে এই অঞ্চলের ইতিহাস জড়িয়ে আছে। ১৯৪৭ সালে দেশভাগের পর দিনাজপুরের একটা অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, সেইসময় এই জেলার নাম ছিল পশ্চিম দিনাজপুর। ১৯৯২ সালে এই জেলা বিভক্ত হয়ে দুটি আলাদা জেলা তৈরি হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুর।

২) এই জেলার দুটি সাব-ডিভিশন রায়গঞ্জ ও ইসলামপুর, লোকসভা কেন্দ্র ১টি ও বিধানসভা কেন্দ্র রয়েছে ৯টি।

৩) এই জেলার জনসংখ্যা প্রায় ৩০ লক্ষ (২০১১ সালে জনগণনা অনুসারে), জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে ৯৫৮।

৪) উত্তর দিনাজপুর জেলায় ৪টি মিউনিসিপ্যালিটি, ৯টি থানা, ৯৮টি গ্রাম পঞ্চায়েতের রয়েছে।

৫) এই জেলায় ৪৯% হিন্দু ধর্মাবলম্বী, ৫০.২% ইসলাম ধর্মাবলম্বী, ০.৭% অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। এই জেলার সাক্ষরতা হার ৬০.১৩%।

৬) কুলিক, নগর, মহানন্দা এই অঞ্চলের প্রধান নদী। ধান, পাট, আখ এই অঞ্চলের অন্যতম কৃষিজ সম্পদ।

৭) উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ।

৮) কুলিক বার্ড স্যাংচুয়ারি, স্বামীনাথ মন্দির, ইটাহার শিবমন্দির এই অঞ্চলের উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান।

মুর্শিদাবাদ জেলা পরিচিতি

মালদা জেলা পরিচিতি

বীরভূম জেলা পরিচিতি

পশ্চিম মেদিনীপুর জেলা পরিচিতি

হুগলী জেলা পরিচিতি

পূর্ব মেদিনীপুর জেলা পরিচিতি

হাওড়া জেলা পরিচিতি

উত্তর ২৪ পরগনা জেলা পরিচিতি

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিচিতি

North Dinajpur, WB Election

Exit mobile version