নর্দার্ন কোলফিল্ডে সার্ভেয়র

1189
0
SECL Recruitment 2024

নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে ৪০৫ জন মাইনিং সিরদার ও সার্ভেয়র নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন (Northern coalfields vacancy)।

শূন্যপদের বিন্যাস: মাইনিং সিরদার (গ্রুপ সি): ৩৭৪ (অসংরক্ষিত ১৪৯, ইডব্লুএস ৩৬, তপশিলি জাতি ৫৫, তপশিলি উপজাতি ৭৯, ওবিসি এনসিএল ৫৫)।

সার্ভেয়র (গ্রুপ বি): ৩১ (অসংরক্ষিত ১৪, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৬, ওবিসি এনসিএল ৪)।

যোগ্যতা: মাইনিং সিরদার (টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড সি): ম্যাট্রিকুলেশন বা সমতুল। বৈধ মাইনিং সিরদার সার্টিফিকেট থাকতে হবে।

বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

অথবা ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। বৈধ ওভারম্যান সার্টিফিকেট থাকতে হবে, বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

সার্ভেয়র (টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজার গ্রেড বি): ম্যাট্রিকুলেশন বা সমতুল এবং সার্ভেয়র সার্টিফিকেট থাকতে হবে।

অথবা মাইনিং/ মাইন সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা সঙ্গে সার্ভেয়র সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: ২২ ডিসেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা সঙ্গে জিএসটি ১৮০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং ডিপার্টমেন্টাল প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.nclcil.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Northern coalfields vacancy)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন