নর্দার্ন রেলে অ্যাপ্রেন্টিস

412
0
Railway Apprentice 

নর্দার্ন রেলে ৩০৯৩ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। অনলাইন আবেদন করা যাবে ১১ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। Northern Railway Act Apprentice

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৪ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে।

টেট পরীক্ষার দিন বদল

বয়স: ১১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ইগনুতে স্টেনোগ্রাফার, টাইপিস্ট নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

ট্রেডগুলি হল- ফিয়ার, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল), মেকানিক (ডিজেল), মেকানিক (মোটর ভিকল), ইলেক্ট্রিশিয়ান, ওয়্যারম্যান।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড ঠিক করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে। ই-রিসিয়ের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

 

 কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ডিসেম্বর ২০২৩

আবেদনের পদ্ধতি: www.rrcnr.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

Northern Railway Act Apprentice

নোটিসটি দেখতে ক্লিক করুন