নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রনিক মেকানিক,
ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ১০৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷
ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর, যাঁদের এক বছরের আইটিআই কোর্স করা তাঁরা প্রতি মাসে ৭৭০০ টাকা
এবং যাঁদের ২ বছরের আইটিআই করেছেন তাঁরা প্রতি মাসে ৮৮৫৫ টাকা করে স্টাইপেন্ড পাবেন ট্রেনিং চলাকালীন৷
বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৩-২৪ বছরের মধ্যে,
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷
শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে ন্যূনতম ১৩৭ সেন্টিমিটার, ওজন ২৫.৪ কেজি বা তার বেশি, বুকের ছাতি ন্যূনতম ৩.৮ সে্টিমিটার৷
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷
আবেদনের পদ্ধতি: http://www.apprenticeship.org ওয়েবসাইটে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে তারপর
www.npcilcareers.co.in লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টে পর্যন্ত৷
অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পৌঁছতে হবে HR Officer, Nuclear Training Centre, Rawatbhata Rajasthan Site, NPCIL, PO- Anushakti, Via-Kota (Rajasthan), Pin- 323303 ঠিকানায়৷
নোটিসটি দেখতে ক্লিক করুন