নিউক্লিয়ার পাওয়ারে ১০৭ অ্যাপ্রেন্টিস

schedule
2021-08-28 | 19:14h
update
2021-08-28 | 19:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রনিক মেকানিক,

ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ১০৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর, যাঁদের এক বছরের আইটিআই কোর্স করা তাঁরা প্রতি মাসে ৭৭০০ টাকা

Advertisement

এবং যাঁদের ২ বছরের আইটিআই করেছেন তাঁরা প্রতি মাসে ৮৮৫৫ টাকা করে স্টাইপেন্ড পাবেন ট্রেনিং চলাকালীন৷

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৩-২৪ বছরের মধ্যে,

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷

শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে ন্যূনতম ১৩৭ সেন্টিমিটার, ওজন ২৫.৪ কেজি বা তার বেশি, বুকের ছাতি ন্যূনতম ৩.৮ সে্টিমিটার৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের পদ্ধতি: http://www.apprenticeship.org ওয়েবসাইটে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে তারপর

www.npcilcareers.co.in লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টে পর্যন্ত৷

অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পৌঁছতে হবে HR Officer, Nuclear Training Centre, Rawatbhata Rajasthan Site, NPCIL, PO- Anushakti, Via-Kota (Rajasthan), Pin- 323303 ঠিকানায়৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 09:37:02
Privacy-Data & cookie usage: