ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে ১৮৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিসঃ RECTT/2/NSC/2024.
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- ডেপুটি জেনারেল ম্যানেজার (ভিজিলেন্স), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ভিজিলেন্স),
ম্যানেজমেন্ট ট্রেনি (এইচআর), ম্যানেজমেন্ট ট্রেনি (কোয়ালিটি কন্ট্রোল), ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং), সিনিয়র ট্রেনি (ভিজিলেন্স),
ট্রেনি (এগ্রিকালচার, কোয়ালিটি কন্ট্রোল, মার্কেটিং, হিউম্যান রিসোর্স, স্টেনোগ্রাফার, অ্যাকাউন্টস, এগ্রিকালচার স্টোর্স, ইঞ্জিনিয়ারিং স্টোর্স,
টেকনিশিয়ান)। প্রার্থী যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সঃ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩০ বছর
এবং অন্যান্য ট্রেনি পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ
আবেদনের ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
শুধুমাত্র প্রসেসিং ফি এবং পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে।
কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে কাজের সুযোগ
আবেদনের পদ্ধতিঃ https://apply.registernow.in/NationalSeedsCorp/Multipleposts24 লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত NSCL Recruitment 2024