চলচ্চিত্র চর্চা কোর্সে ভর্তি

442
0
NSOU Admission notice

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী চলচ্চিত্র চর্চা ও সমালোচনা বিষয়ক পাঠক্রমের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। NSOU Admission notice

মেমো নম্বর: SoH23/CLTCS/384.

কোর্সের মেয়াদ: ২ সপ্তাহ (৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২৩)।

যোগ্যতা: সিনেমা বিষয়ে আগ্রহী যে কোনো পূর্ণবয়স্ক ব্যক্তি এই কোর্স করতে পারবেন।

কোর্স ফি: ১২০০ টাকা। কোর্সটি সম্পূর্ণ আবেদনের ফি ১০০০ টাকা, দুটি পেপার একসাথে ১২০০ টাকা অনলাইন মোডে হবে, অনলাইন জুম প্ল্যাটফর্মে ক্লাস নেওয়া হবে।

https://ums.nsouict.ac.in/Admission/Forms লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।

আবেদনপত্র ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর ২০২৩। NSOU Admission notice

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আইটিবিপিতে কনস্টেবল নিয়োগ

 

ইউজিসি নেট-এর অনলাইন আবেদন শুরু