এনটিপিসিতে ২০০ অ্যাসিঃ ইঞ্জিনিয়ার ও কেমিস্ট

1197
0
ntpc recruitment 2023

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডে ২৩০ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট নিয়োগ করা হবে৷

নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ইলেক্ট্রিক্যাল: ৯০ (অসংরক্ষিত ৩৮, ইডব্লুএস ৯, ওবিসি ২৪, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৬),

মেকানিক্যাল: ৭০ (অসংরক্ষিতত ৩০, ইডব্লুএস ৭,  ওবিসি ১৮, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫),

ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন: ৪০ (অসংরক্ষিত ১৯, ইডব্লুএস ৩, ওবিসি  ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)৷

অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: ৩০ (অসংরক্ষিত ১৪, ইডব্লুএস ২, ওবিসি  ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)৷

বেতনক্রম: ৩০০০০-১২০০০০ টাকা৷

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে কোনো থার্মাল বা গ্যাস পাওয়ার প্ল্যান্টে অপারেটর/ মেন্টেন্যান্স/ ইরেকশন/ কনস্ট্রাকশনে অন্তত ১ বছরের অভিজ্ঞতা৷

অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রিতে এমএসসি এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ওয়াটার অ্যানালিসিসে অন্তত ১ বছরের অভিজ্ঞতা৷

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন,

তাঁদের ক্ষেত্রে সাধারণ ভাবে পাশ হলেই আবেদন করতে পারবেন৷

আবেদনের ফি: ৩০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷ অনলাইনে নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনেরর পদ্ধতি: www.ntpccareers.net ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত৷

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন