এনটিপিসিতে ২২৩ অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ

615
0
NTPC Assistant Executive Recruitment

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে (এনটিপিসি) ২২৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ (অপারেশন) নিয়োগ করা হবে। NTPC Assistant Executive Recruitment

নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাসঃ ২২৩ (অসংরক্ষিত ৯৮, ইডব্লুএস ২২, ওবিসি ৪০, তপশিলি জাতি ৩৯, তপশিলি উপজাতি ২৪)।

সুপ্রিম কোর্টে ক্লার্ক পদে নিয়োগ

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অপারেশন/ মেন্টেন্যান্টে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৫৫০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ ৩০০ টাকা। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

এছাড়াও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অফলাইন মোডেও আবেদনের ফি দেওয়া যাবে।

এসবিআই অ্যাকাউন্ট নম্বর- 30987919993, CAG Branch, New Delhi (Code 09996) on behalf of NTPC.

তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ www.ntpc.co.in অথবা https://careers.ntpc.co.in/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। NTPC Assistant Executive Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আর্মিতে পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ