রেলের এনটিপিসি পর্যায়ের পদগুলির নিয়োগ পরীক্ষার তারিখ

1051
0
exam syllabus

ভারতীয় রেলে এনটিপিসি গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট যোগ্যতার পদগুলিতে নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ জানানো হয়েছে। পরীক্ষা হবে আগামী ১৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার চার দিন আগে থেকে ই-কললেটার ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে এই লিঙ্কে:

http://www.rrbcdg.gov.in/uploads/Notice_on_CBT_1_second_phase_Schedule_02_01_2021.pdf

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল