এনটিপিসিতে এগজিকিউটিভ নিয়োগ

867
0
ntpc recruitment 2023

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ (অপারেশন) এবং অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এগজিকিউটিভ (ইলেক্ট্রিক্যাল) পদে ১২০ জন নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: ০৪/২০২৩। এই মুহূর্তে দু বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ (অপারেশন): ১০০, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এগজিকিউটিভ (ইলেক্ট্রিক্যাল): ২০।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ (অপারেশন): ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে অন্তত দু বছরের অভিজ্ঞতা।

অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল এগজিকিউটিভ (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে বৈধ গেট ২০২২ স্কোর থাকতে হবে। গেট পেপার কোড ইই।

আবেদনের ফি: ৩০০ টাকা। অনলাইনে নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে। এছাড়া অফলাইনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৩০৯৮৭৯১৯৯৯৩ নম্বরে আবেদনের ফি জমা করা যাবে, সিএজি ব্র্যাঞ্চ, নতুন দিল্লি (কোড ০৯৯৯৬)।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.ntpc.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৩ মে ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

উচ্চমাধ্যমিক যোগ্যতায় এসএসসির মাধ্যমে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ