এনটিপিসিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

620
0
NTPC Recruitment 2023

এনটিপিসি মাইনিং লিমিটেডে ১১৪ টি শূন্যপদে মাইনিং ওভারম্যান, ম্যাগাজিন ইনচার্জ, মেকানিকাল সুপারভাইসর, NTPC Recruitment 2023

ইলেকট্রিকাল সুপারভাইসর, ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর, জুনিয়র মাইন সার্ভেয়ার, মাইনিং শিরদার নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর : NML/01/2023.

শূন্যপদ: মাইনিং ওভারম্যান: ৫২, ম্যাগাজিন ইনচার্জ: ৭, মেকানিকাল সুপারভাইসর: ২১, ইলেকট্রিকাল সুপারভাইসর: ১৩,

ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর: ৩, জুনিয়র মাইন সার্ভেয়ার: ১১, মাইনিং সিরদার: ৭।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ

যোগ্যতা: ম্যাগাজিন ইনচার্জ: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মাইনিং এ পূর্ণ সময়ের ডিপ্লোমা।

মেকানিক্যাল সুপারভাইসর: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ পূর্ণ সময়ের ডিপ্লোমা।

ইলেক্ট্রিক্যাল সুপারভাইসর: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পূর্ণ সময়ের ডিপ্লোমা।

ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মাইনিং/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যালে ডিপ্লোমা।

জুনিয়র মাইন সার্ভেয়ার: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মাইন সার্ভে/ মাইনিং ইঞ্জিনিয়ারিং/ মাইনিং এন্ড মাইন সার্ভেয়িং/ সিভিলে পূর্ণ সময়ের ডিপ্লোমা।

মাইনিং সিরদার: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী বা সমতুল পাস সঙ্গে মাইনিং সিরদার সার্টিফিকেট থাকতে হবে।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে পাস নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।

বিধাননগর পুরসভায় নিয়োগ, বেতন ২০০০০

আবেদনের ফি: ৩০০ টাকা।  তাপসিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং এর  মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

দক্ষিণ-পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস

এছাড়া  অফলাইনেও আবেদনের ফি দেওয়া যাবে।  Bank Account No- 30987919993 CAG Branch,

New Delhi (Code 09996), on behalf of NTPC.

আবেদনের পদ্ধতি: www.ntpc.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। NTPC Recruitment 2023

নোটিশটি দেখতে ক্লিক করুন