নিউক্লিয়ার পাওয়ারে ৩৫০ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ও অন্যান্য পদে

1733
0
NPCIL Trade Apprentice

ভারত সরকারের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ৩৫০ জন স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, লিডিং ফায়ারম্যান, ড্রাইভার-কাম-পাম্প অপারেটর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: RR site/HRM/01/2020. অনলাইন আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত।
বয়সসীমা: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি পদের জন্য বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি পদের জন্য বয়স হতে হবে ১৮-৩০বছরের মধ্যে। সাব অফিসার বি পদের জন্য ১৮-৪০বছরের মধ্যে। বাকি পদের জন্য বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ২৪ নভেম্বর ২০২০ তারিখের হিসাবে।
আবেদনের পদ্ধতি: http://www.npcilcareers.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল