নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১৭৭ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (nuclear power apprentice)।
যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক,
ইলেক্ট্রনিক মেকানিক, পিএসএএ/ সিওপিএ, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক।
শূ্ন্যপদ: ইলেক্ট্রিশিয়ান: ৪৭, ফিটার: ৪৭, ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১৮, ইলেক্ট্রনিক মেকানিক: ১৮, পিএসএএ/সিওপিএ: ১০,
ওয়েল্ডার: ১০, টার্নার: ১০, মেশিনিস্ট: ৮, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক: ৯।
বয়সসীমা: ১৫ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড: ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেক্ট্রনিক মেকানিক,
রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে ৮৮৫৫ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাস্ট্যিান্ট,
ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে ৭৭০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: www.npcil.nic.in ওয়েবসাইটে থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।
পূরণ করা আবেদনপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Nuclear Power Corporation of India Limited, Anumala- 394651, Ta. Vyara, Dist. Tapi, Gujarat ঠিকানায় ১৫ জুলাই ২০২২ তারিখের মধ্যে।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (nuclear power apprentice)।
গ্রামীণ ব্যাঙ্কে অফিসার, অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন