Site icon জীবিকা দিশারী

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ট্রেড অ্যাপ্রেন্টিস

NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১৭৭ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (nuclear power apprentice)।

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক,

ইলেক্ট্রনিক মেকানিক, পিএসএএ/ সিওপিএ, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক।

শূ্ন্যপদ: ইলেক্ট্রিশিয়ান: ৪৭, ফিটার: ৪৭, ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১৮, ইলেক্ট্রনিক মেকানিক: ১৮, পিএসএএ/সিওপিএ: ১০,

ওয়েল্ডার: ১০, টার্নার: ১০, মেশিনিস্ট: ৮, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক: ৯।

বয়সসীমা: ১৫ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

স্টাইপেন্ড: ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেক্ট্রনিক মেকানিক,

রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে ৮৮৫৫ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাস্ট্যিান্ট,

ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে ৭৭০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.npcil.nic.in ওয়েবসাইটে থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Nuclear Power Corporation of India Limited, Anumala- 394651, Ta. Vyara, Dist. Tapi, Gujarat ঠিকানায় ১৫ জুলাই ২০২২ তারিখের মধ্যে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (nuclear power apprentice)।

গ্রামীণ ব্যাঙ্কে অফিসার, অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন

Exit mobile version