মুর্শিদাবাদে ৪৬ মেডিকেল অফিসার ও নার্স

1989
0
nursing sister job

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর মুর্শিদাবাদে ৪৬ জন মেডিকেল অফিসার, স্টাফ নার্স (মহিলা), ওএসটি ডাক্তার ও নার্স নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। এই নিয়োগের মেমো নম্বর: CM/DH&FWS-8303.

শূন্যপদ: মেডিকেল অফিসার (এনআরএইচএম): ২১, মেডিকেল অফিসার (এনইউএইচএম): ৮, স্টাফ নার্স (মহিলা): ১৫, ওএসটি ডাক্তার: ১, নার্স: ১।

যোগ্যতা: মেডিকেল অফিসার: এমবিবিএস সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্টাফ নার্স (মহিলা): জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশ সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সাটির্ফিকেট এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

ওএসটি ডাক্তার: এমবিবিএস সঙ্গে মেডিকেল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন।

নার্স: এএনএম পাশ। নার্সিং ডিপ্লোমা বা নার্সিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। ঠিকানা- CMOH Office, Berhampore, Murshidabad.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/8303.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি সহ সম্পূর্ণ নোটিসটি দেখতে পাওয়া যাবে।

 

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল