রাজ্যে ৬১১৪ পুরুষ-মহিলা নার্স নিয়োগের বিস্তারিত তথ্য

2910
0
West Bengal Nurse Recruitment, WB Nurse, WB Government Job

রাজ্যে ৬১১৪ জন নার্স (West Bengal Nurse Recruitment) নিয়োগ করা হবে, প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি নম্বর: R/Staff Nurse, Gr-II/08/2021.

গত ৯ ফেব্রুয়ারি আমাদের পোর্টালে খবরটি সংক্ষিপ্তভাবে জানানো হয়েছিল (https://jibikadishari.co.in/wb-health-2/)।

আজ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাঅ, বয়স, বেতন, আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য।

শূন্যপদের বিন্যাস: জেনারেল নার্সিং মিডওয়াইফারি: মহিলা (অসংরক্ষিত ১১০৮, তপশিলি জাতি ১২৫৫, তপশিলি উপজাতি ৩৬৩, ওবিসি এ ৬৬৮, ওবিসি বি ১৭০, পিডব্লুডি ১৩),

পুরুষ (অসংরক্ষিত ১২৪, তপশিলি জাতি ১৪০, তপশিলি উপজাতি ৪০, ওবিসি এ ৭৪, ওবিসি বি ১৮, পিডব্লুডি ১)।

বেসিক বিএসসি নার্সিং (শুধুমাত্র মহিলাদের জন্য): ২০৩২ (অসংরক্ষিত ৬৩৩, তপশিলি জাতি ৭১১, তপশিলি উপজাতি ২০৬, ওবিসি এ ৩৭৮, ওবিসি বি ৯৬, পিডব্লুডি ৮)।

পোস্ট বেসিক বিএসসি নার্সিং (শুধুমাত্র মহিলাদের জন্য): ১০৮ (অসংরক্ষিত ৩০, তপশিলি জাতি ৪০, তপশিলি উপজাতি ১২, ওবিসি এ ২১, ওবিসি বি ৫)।

বেতনক্রম: বেসিক পে ২৯৮০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজ থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি/ বেসিক বিএসসি (নার্সিং)/ পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) পাশ

এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা/ নেপালি ভাষায় কথা বলতে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৯ বছরে মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ০০৫১-০০-১০৪-০০২-১৬ অ্যাকাউন্ট নম্বরে ফি দিতে হবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ রাত ৮টা পর্যন্ত।

নোটিস দেখতে ক্লিক করুন

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

West Bengal Nurse Recruitment, WB Nurse, WB Government Job