Site icon জীবিকা দিশারী

স্বাস্থ্যদপ্তরে চিকিৎসক ও নার্স নিয়োগ

Nurse recruitment 2022

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন কোচবিহারে ৬ জন মেডিক্যাল অফিসার, জেনারেল নার্সিং মিডওয়াইফারি, গ্রুপ ডি (Nurse recruitment 2022),

অ্যাকাউন্ট্যান্ট ও সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার নিয়োগ করা হবে। মেমো নম্বর: DH&FW/COB/1546. নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: মেডিক্যাল অফিসার (পার্ট টাইম): ২, জেনারেল নার্সিং মিডওয়াইফারি: ১, গ্রুপ ডি ১, অ্যাকাউন্ট্যান্ট: ১, সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার: ১।

পারিশ্রমিক: মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ২৪০০০ টাকা বেতন। জেনারেল নার্সিং মিডওয়াইফারি এবং

সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে বেতন ২৫০০০ টাকা। গ্রুপ ডি পদে ৮০০০ টাকা এবং অ্যাকাউন্ট্যান্ট পদে ১২০০০ টাকা।

যোগ্যতা ও বয়স: মেডিক্যাল অফিসার: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ।

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর।

জেনারেল নার্সিং মিডওয়াইফারি: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স। বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

গ্রুপ ডি: রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীচারীরা আবেদন করতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

অ্যাকাউন্ট্যান্ট: রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন সঙ্গে কাজ চালানোর মতো কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

সিনিয়র টিউবারকোলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার: গ্র্যাজুয়েট সঙ্গে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা বা সমতুল।

দু চাকার যান চালানো জানতে হবে এবং বৈধ দু চাকার লাইসেন্স থাকতে হবে। অন্তত দু মাসের কম্পিউটার অপারেশন সার্টিফিকেট কোর্স। বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

সবকটি পদের ক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ মার্চ ২০২২ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। ক্রসড ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।

ক্রসড ডিমান্ড ড্রাফট কাটতে হবে DH&FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR –এর অনুকূলে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৮ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Nurse recruitment 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version