কলকাতায় নার্স নিয়োগ

245
0
Nurse Recruitment 2024

ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ইনফেকশন কন্ট্রোল নার্স পদে নিয়োগ করা হবে। Nurse Recruitment 2024 মেমো নম্বরঃ STM/DT/01/342/2024.

যোগ্যতাঃ কোনো স্বীকৃত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয়/ বোর্ড থেকে বিএসসি নার্সিং সঙ্গে কোনো সরকারি/ বেসরকারি হাসপাতালে দু বছরের নার্সিং অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২৫০০০ টাকা।

ভারত ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ার নিয়োগ

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়োনা হতে পারে।

ইন্টারভিউয়ের দিন বায়োডেটা, যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানাঃ The Director, School of Tropical Medicine, 108, Chittaranjan Avenue, Kolkata- 700073.

Nurse Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ব্যাঙ্কে স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ