৩৭০ স্টাফ নার্স নিয়োগ

1485
0

রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ৩৭০ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: 1093/RIMS Ranchi, dated 13/3/2021.

শূন্যপদের বিন্যাস: ৩৭০ (অসংরক্ষিত ১৪১, তপশিলি জাতি ৮৮, তপশিলি উপজাতি ৫৭, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস ২৩, ব্যাকওয়ার্ড ক্লাসেস ২৪, ইডব্লুএস ৩৭)৷ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরা সংরক্ষণের কোনো সুবিধা পাবেন না।

যোগ্যতা: ১. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ঝাড়খণ্ড নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিএসসি (অনার্স) নার্সিং/ বিএসসি নার্সিং অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং৷

২. স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷

অথবা

১. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট/ বোর্ড/ কাউন্সিল থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা৷

২. স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷

অভিজ্ঞতা: অন্তত ৫০ শয্যার হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷

বয়সসীমা: ৩১ মার্চ ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৬০০ টাকা সঙ্গে ব্যাঙ্ক চার্জ৷

আবেদনের পদ্ধতি: http://www.rimsjobs.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত৷

https://www.rimsranchi.org/current/images/2021/pdf/13_03_21_advt_staffnurse_grade_a.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷