সেইলে দুর্গাপুরে ৮৩ ট্রেনি নার্স

877
0
SAIL Recruitment 2024

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধীন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে ৮৩ জন ট্রেনি নার্স নিয়োগ করা হবে (nurse recruitment)৷

বিজ্ঞপ্তি নম্বর: DSP/PERS-NW/PTN/2021/DETL.

বয়সসীমা: ১৭ মে ২০২১ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: বিএসসি (নার্সিং) পাশ/ জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা৷ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷

ইন্টর্নশিপ সার্টিফিকেট (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৭ মে ২০২১ তারিখের মধ্যে৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১৮ মাস, প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড সঙ্গে প্রতি মাসে ৭০২০ টকা করে নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালোওয়েন্স৷

আবেদনের পদ্ধতি: www.sail.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ সরাসরি https://devsail.ucanapply.com/notification?app_id=UElZMDAwMDAwMQ== লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত৷

https://www.sailcareers.com/media/uploads/Detailed_Advt__for_PTN_DSP_2.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷