স্বাস্থ্য দপ্তরে ৩৫০ নার্স, টেকনিশিয়ান নিয়োগ

1171
0
Nurse recruitment 2022

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে হাওড়া জেলায়  ৩৫০ জন এমটি (সিসি), এমটি (ওটি), ল্যাবরেটরি টেকনিশিয়ান ও স্টাফ নার্স নিয়োগ করা হবে দু মাসের চুক্তির ভিত্তিতে (nurse recruitment)৷

মেমো নম্বর: CMOH/Estt./1614.

পারিশ্রমিক: প্রতি মাসে ১৭২২০ টাকা৷

শূন্যপদ: এমটি (সিসি): ৩৮, এমটি (ওটি): ১৯, ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২, স্টাফ নার্স: ২৯১৷

যোগ্যতা: এমটি (সিসি, ওটি) ও ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল

সঙ্গে মেডিক্যাল টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা৷

স্টাফ নার্স: দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে ডব্লুবিএনসি স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি/ বিএসসি (নার্সিং)৷

সবকটি পদের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও মূল নথি সঙ্গে নিয়ে যেতে হবে (nurse recruitment)৷

ইন্টারভিউ হবে আগামী ৩১ মে ২০২১ তারিখে৷ বাছাই প্রার্থীদের পোস্টিং হবে হাওড়া জেলার বিভিন্ন কোভিড হাসপাতালে৷

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Mn_1614.pdf লিঙ্কে গিয়ে নোটসটি দেখতে পাওয়া যাবে৷